দেশজুড়ে

দেশে সম্পদের অভাব নেই, অভাব সৎ নেতৃত্বের: রফিকুল ইসলাম খান

দেশে সম্পদের অভাব নেই, অভাব সৎ নেতৃত্বের: রফিকুল ইসলাম খান

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আমাদের দেশে সম্পদের কোনো অভাব নেই। অভাব হলো সৎ নেতৃত্বের। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে এই দেশ সোনার দেশে পরিণত হবে।

Advertisement

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে শহরের একটি হোটেলে রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে চায়। দেশ হবে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত। আগামীতে আধুনিক, মানবিক ও উন্নত দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ গঠনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর এই জাতীয় ঐক্যের ভিত্তি হবে ইসলাম। দেশের সব ইসলামি দল ও ইসলামি চিন্তার মানুষদের সমন্বয়ে আগামীর ভবিষ্যতে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক দেশ গঠন করা হবে।

Advertisement

জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, হাজী আহম্মেদ আলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম ও মাওলানা আহমাদুল্লাহ সিরাজীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এম এ মালেক/এসআর/এএসএম

Advertisement