জাতীয়

‘ধ্বংসপ্রাপ্ত’ অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছেন প্রবাসীরা

‘ধ্বংসপ্রাপ্ত’ অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছেন প্রবাসীরা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে প্রবাসী ভাই-বোনেরা স্বস্তি এনে দিয়েছেন।

Advertisement

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিট্যান্স ধারাবাহিকভাবে বেড়েছে। ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড গড়েছে, প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে আড়াই বিলিয়ন ডলারে পৌঁছেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন অর্থনীতির সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করছে: ড. ইউনূস দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, রেমিট্যান্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক। তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব। তারা যেন ভোগান্তির শিকার না হন, দূতাবাস যেন ঠিকমতো কাজ করে, এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি।

Advertisement

এমইউ/এমএএইচ/এএসএম