জাতীয়

এক ব্যক্তির ৪০০ কোটি টাকা পাচারের পদ্ধতি সবাইকে হতভম্ব করেছে

এক ব্যক্তির ৪০০ কোটি টাকা পাচারের পদ্ধতি সবাইকে হতভম্ব করেছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পলাতক সরকারের আমলে এক ব্যক্তির পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে। বিদেশে অধ্যয়নরত সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ তিন মাসের খরচ বাবদ ওই ব্যক্তি অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে তিন কোটি ৩৩ লাখ ডলার অর্থাৎ প্রায় ৪০০ কোটি টাকা পাঠিয়েছেন। পাচারের এর চাইতে বেশি তাক লাগানো পন্থা আর কী আছে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না।

Advertisement

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

আমিরাতের ভিসার দরজা দ্রুতই উন্মুক্ত হবে, আশা ড. ইউনূসের রমজানে দ্রব্যমূল্য কমেছে, এ প্রচেষ্টা চালু থাকবে: প্রধান উপদেষ্টা অর্থনীতির সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করছে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা বলেন, গত সরকারের লুটপাটের মহোৎসবে গত ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে- এটা আমরা জানি। কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয়। অভিনব একেকটা পদ্ধতি ছিল বলে তিনি মন্তব্য করেন।

Advertisement

এমইউ/বিএ/এমএস