বিনোদন

ফ্লাডলাইটে তারকাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ফ্লাডলাইটে তারকাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট

পেশাদার ক্রিকেটের আদলে ঢাকায় তারকাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (সিসিটি) নামে এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৪ এপ্রিল, চলবে ৩ মে পর্যন্ত। রাতে ফ্লাডলাইটের আলোয় চলবে এই টুর্নামেন্ট।

Advertisement

গত সোমবার (২৪ মার্চ) রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান এসএস স্পোর্টস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা আমিন খান, ইফরান সাজ্জাদ, রাশেদ সীমান্ত, রাফসান সাবাব, সাঞ্জু জন প্রমুখ।

আমিন খান বলেন, অনেক সুন্দর একটা আয়োজন হতে যাচ্ছে, যা আগে কখনও হয়নি। আমি প্রতিটা ম্যাচে পরিবার ও বন্ধুদের নিয়ে উপস্থিতি থাকবো। যদিও আমি কোনো দলে খেলতে চাই না। খেলাটা উপভোগ করতে চাই।

সাঞ্জু জন বলেন, আগে সেলিব্রিটি ক্রিকেট লীগে যে ভুল হয়েছে, সেগুলো আর হবে না। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা আয়োজক, তারা আর সেটা হতে দেবেন না। খেলা হবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মে।

Advertisement

টুর্নামেন্টের ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি ও ২টি থাকবে প্র্যাকটিস ম্যাচ। তারকাদের এই ইভেন্টটি সম্প্রচার করবে টিস্পোর্টস। টুর্নামেন্টের অংশ নেওয়া দলগুলোর মধ্যে গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, স্পারটাস নামে চারটি দলের নাম ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে ২০২৩ সালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শোবিজ তারকা ও কলাকুশলীদের নিয়ে আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট লীগ (সিসিএল)। এই সেলিব্রিটি ক্রিকেট লীগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে শোবিজের কলাকুশলীরা খেলেছিলেন। কিন্তু এ লিগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। যে কারণে ভালোভাবে শেষ হয়নি প্রথমবারের সেই ‘সেলিব্রিটি ক্রিকেট লীগ’।

এমআই/এএসএম