দেশের মানুষের ঈদ বিনোদনের জনপ্রিয় মাধ্যম সিনেমা। ঈদের ছুটিতে প্রিয়জনদের নিয়ে সিনেমা দেখতে যান অনেকে। আর এক্ষেত্রে শহরের মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে পৌঁছে গেছে আধুনিক মানের এই প্রেক্ষাগৃহ। দর্শক চাহিদা বিবেচনায় এর সম্প্রসারণ কাজ চলছে ধারাবাহিকভাবে।
Advertisement
এবার ঢাকায় চালু হতে যাচ্ছে আরও একটি শাখা। বিমানবন্দর সংলগ্ন ‘সেন্টার পয়েন্ট শপিংমলে’ নির্মিত হয়েছে এই শাখা। দর্শকদের জন্য ঈদ উপহার হিসেবে আসন্ন ঈদের দিন এটি চালু হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ওই দিন থেকেই দর্শক এখানে সিনেমা দেখতে পারবেন। আশা করা হচ্ছে, বিমানবন্দরের আশপাশের এলাকা এবং উত্তরার দর্শকদের ঈদ বিনোদনে বাড়তি আনন্দ যোগ করবে এই মাল্টিপ্লেক্স সিনেমা হল।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘এই এলাকার দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এটি। অনেক দর্শক আমাদের সরাসরি এবং অনলাইনে দাবি জানিয়ে আসছিলেন উত্তরা এলাকায় একটি শাখা চালু করার জন্য। অবশেষে সেই দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত।’
চারটি হল থাকবে এই মাল্টিপ্লেক্সে। যার মধ্যে একটি ভিআইপি হল, একটি রয়্যাল হল এবং দুটি প্রিমিয়াম হল। আসন সংখ্যা যথাক্রমে ৮৩, ৪৮, ১৭৫ ও ৩৩১টি। বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে। নতুন এই শাখা স্থানীয় দর্শক, বিশেষ করে উত্তরার দর্শকদের জন্য স্বস্তি বয়ে আনবে।
Advertisement
উত্তরা, টঙ্গী, সাভার, গাজীপুরসহ আশপাশের এলাকার দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে উত্তরার কাছাকাছি বড় পরিসরে এই শাখা স্থাপনের উদ্যোগ নিয়েছে স্টার সিনেপ্লেক্স।
এলআইএ/এএসএম