সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ কোর্ট থেকে প্রদত্ত ‘নো অর্ডার’ বিষয়ে স্পষ্টীকরণ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট থেকে বিভিন্ন মামলায় ‘নো অর্ডার’ মর্মে আদেশ প্রচারিত হয়ে থাকে।
আরও পড়ুন গরমে কোট-গাউন পরতে হবে না নিম্ন আদালতের বিচারক-আইনজীবীদের ‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদনবিষয়টির প্রকৃত অর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় বিভিন্ন কর্তৃপক্ষ এবং সাধারণ বিচারপ্রার্থীরা অনেক সময় অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন। ফলে ‘নো অর্ডার’ এর প্রকৃত অর্থ সম্পর্কে স্পষ্টীকরণ প্রয়োজন।
Advertisement
এ অবস্থায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ কোর্ট থেকে কোনো মামলায় ‘নো অর্ডার’ মর্মে আদেশ প্রচারিত হলে আবেদনকারীর চাওয়া প্রতিকার মঞ্জুর করা হয়নি বলে গণ্য হবে। একই সঙ্গে এ বিষয়ে চেম্বার জজ কোর্ট বিতর্কিত আদেশ বা রায়ের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই আবেদনটি নিষ্পত্তি করেছেন মর্মে গণ্য করতে হবে।
এফএইচ/কেএসআর/এএসএম