‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি। গতকাল সোমবার (২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেন তিনি।
Advertisement
নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছেন ওই ব্যক্তি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় ‘বঙ্গবন্ধু অ্যাভিনিউ’ উল্লেখ করেছেন।
আরও পড়ুন
ওরা গাড়িবহর নিয়ে যাক আর যা-ই করুক, আগামীতে ক্ষমতায় আসবে বিএনপি মাসউদের ওপর হামলার ঘটনায় বিএনপির লজ্জিত হওয়া উচিতদল গঠনের তারিখ দেওয়া হয়েছে গতকাল সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন। তবে কোন সালের ৩০ এপ্রিল এই দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করা হয়নি।
Advertisement
আবেদনে আরও জানা যায়, নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে উজ্জল রায় নির্বাচিত হয়েছেন বলে জানান। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব নম্বর না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল থাকার বিষয় উল্লেখ করেন।
এমওএস/কেএসআর/এমএস