তথ্যপ্রযুক্তি

বেসিস নির্বাচনে প্রার্থী হচ্ছেন মোস্তাফা জব্বার

সফটওয়্যার প্রস্তুত ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-১৯ সেশনের নির্বাচনে অংশ নিচ্ছেন বিজয় বাংলা কিবোর্ড-সফটওয়্যার উদ্ভাবক ও তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। বুধবার সন্ধ্যায় তিনি বলেন, ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছি। জীবনের অর্জিত তথ্যপ্রযুক্তির জ্ঞান ‍ও অভিজ্ঞতা দিয়ে সংগঠনটিকে নতুন করে গড়তে চাই। দেশের সফটওয়্যার প্রস্তুত ও রফতানিকারকদের শীর্ষ সংগঠনকে এগিয়ে নিতে চাই।কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের উদ্ভাবক মোস্তফা জব্বার বর্তমানে বেসিস সভাপতির উপদেষ্টা। বিসিএসের চারবারের এই সভাপতি বেসিসের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও পরিচালক ছিলেন।আগামী ২৮ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং যাচাই-বাছাই শেষে ৪ জুন বৈধ প্রার্থী তালিকা দেয়া হবে। ৭ জুন প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষে ৮ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।আগামী ২৫ জুন কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের পঞ্চম তলায় বেসিস কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা সকাল ১০টা থেতে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন।প্রসঙ্গত, বেসিসের বর্তমান সভাপতি শামীম আহসান এবার প্রার্থী হচ্ছেন না। অন্যদিকে নির্বাচনে অংশ নিচ্ছেন মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সোনিয়া বশির কবির।আরএম/বিএ

Advertisement