শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) দেশটির দক্ষিণ দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
Advertisement
ইউএসজিএস-এর তথ্য অনুসারে, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে স্থানীয় সময় দুপুর ২:৪৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
মূল ভূখণ্ডের রিভারটন থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭ রেকর্ড করা হলেও পরে তা হ্রাস করা হয়।
হনুলুলুভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতাকেন্দ্র জানিয়েছে, ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বা তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।
Advertisement
শক্তিশালী এবং অস্বাভাবিক ঝুঁকির কারণে বাসিন্দাদের কাছাকাছি উপকূলীয় এলাকা এড়িয়ে চলার বিষয়ে সতর্ক করেছে নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা সংস্থা। তবে নাগরিকদের কোনো ধরনের হুমকি নেই বলেও সতর্ক করা হয়েছে।
রিভারটনের লা রিভিরা গেস্টহাউজের মালিক রোজ আইভরি বলেন, ভূমিকম্পের সময় তার পুরো গাড়িটি দুলছিল এবং গড়িয়ে যাচ্ছিল।
তিনি বলেন, সে সময় সবাই পুরো ব্যাপারটা নিয়ে বেশ শান্ত ছিল। আমি মুদি দোকানে গেলাম। কেউই এটা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি।
আরও পড়ুন: গাজায় হাসপাতালে ইসরায়েলের বোমা হামলা, আরও এক হামাস নেতা নিহত ইসরায়েলি হামলায় লেবাননে ৭ এবং গাজায় ৩৪ জন নিহতএর আগে ২০১১ সালে দেশটির ক্রাইস্টচার্চে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। সরকারি হিসাব অনুযায়ী, ওই ভূমিকম্পে ১৮৫ জন নিহত হয়।
Advertisement
টিটিএন