খেলাধুলা

মার্শ-পুরানের ব্যাটে ২০৯ রানের পাহাড় লখনৌর

মার্শ-পুরানের ব্যাটে ২০৯ রানের পাহাড় লখনৌর

মিচেল মার্শ আর নিকোলাস পুরানের ব্যাটে চড়ে ৮ উইকেটে ২০৯ রানের পাহাড় গড়েছে লখনৌ সুপার জায়ান্টস। অর্থাৎ জিততে হলে ২১০ রান করতে হবে দিল্লি ক্যাপিটালসকে।

Advertisement

বিশাখাপত্তমে টস হেরে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের উইলোতে উড়ন্ত সূচনা পায় লখনৌ। মিচেল মার্শকে নিয়ে ২৮ বলে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। মার্শ অবশ্য তেমন সুবিধা করতে পারেননি। ১৩ বলে ১৫ রানে আউট হয়ে যান। ক্রিজে আসেন নিকোলাস পুরান।

পুরান-মার্করাম মিলে এরপর দিল্লির বোলারদের বেধড়ক পেটানো শুরু করেন। ৪২ বলে তারা যোগ করেন ৮৭ রান। ৩৬ বলে ৬টি করে চার-ছক্কায় মার্করাম ৭২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন।

অধিনায়ক রিশাভ পান্ত ৬ বল খেলে কোনো রান করতে পারেননি। আরেক মারকুটে ব্যাটার পুরান ৩০ বলে ৭৫ করেন ৬ চার আর ৭ ছক্কায়।

Advertisement

পুরান-মার্করামের ঝোড়ো ব্যাটে ১৫ ওভারেই ১৭০ রান তুলে ফেলেছিল লখনৌ। তবে পরের দুই ওভারে উঠে মাত্র ৮ রান। রানের গতি কিছুটা কমে যায়।

শেষদিকে ডেভিড মিলার ১৯ বলে ১ চার আর ২ ছক্কায় ২৭ রান করে দলকে দুইশ পার করে দেন।

মিচেল স্টার্ক ৪২ রানে ৩টি আর কুলদিপ যাদব ২০ রানে ২ উইকেট।

এমএমআর/এএসএম

Advertisement