আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ মার্চ ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ মার্চ ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতায় ব্যবসায়ীদের মাথায় হাত

আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। একটা সময় ঈদের আগে সাধারণ ক্রেতাদের ভিড়ে মুখরিত থাকতো কলকাতার নিউমার্কেট চত্বর। কিন্তু চলতি বছরের ঈদের আগে বাংলাদেশি পর্যটকের অভাবে জমেনি কলকাতার নিউমার্কেট চত্বরের ঈদের বাজার।

বাংলাদেশের অর্থপাচার তদন্ত নিয়ে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা?

Advertisement

বাংলাদেশের অর্থপাচার তদন্ত নিয়ে ব্রিটিশ সংসদ সদস্যদের (এমপি) বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থের সন্ধান কার্যক্রমে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের ‘বিভ্রান্তিমূলক প্রচারণা’ চালানো হতে পারে বলে মনে করছেন এমপিরা। সোমবার (২৪ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নিহত ১

ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও অন্তত একজন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় এ হামলা ঘটে। এ ঘটনায় এরই মধ্যে সন্দেভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।

তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভ, গ্রেফতার ১১০০

Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার জনতা। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুরু হয়েছে এই বিক্ষোভ। এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত- পাঁচদিন ধরে চলা এই বিক্ষোভ থেকে ১ হাজার ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রিনল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের প্রতিনিধিরা, ডেনমার্কের উদ্বেগ

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এ তালিকায় রয়েছেন মার্কিন সেকেন্ড লেডি অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের স্ত্রী উষা ভ্যান্স। তাছাড়া চলতি সপ্তাহেই গ্রিনল্যান্ড যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল করার পরিকল্পনা আবারও আলোচনায় এসেছে। খোদ গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট বি. এগেদে বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

ইউক্রেনে রাতভর ৯৯ ড্রোন দিয়ে রাশিয়ার হামলা

ইউক্রেনে রাতভর ৯৯টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। কয়েক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৫৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী দাবানল, সরিয়ে নেওয়া হলো হাজারও মানুষ

রোববার (২৩ মার্চ) রাত পর্যন্ত পাঁচটি এলাকায় আগুন নেভানোর কাজে প্রায় নয় হাজার দমকলকর্মী, পুলিশ ও সরকারি কর্মচারী নিয়োজিত ছিলেন। এ ছাড়া ব্যবহার করা হয়েছে ১২০ হেলিকপ্টার। সোমবার সকাল নাগাদ বেশিরভাগ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনো চারটি দাবানল জ্বলছে।

মেক্সিকোতে পিকআপ ৪০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ১২

মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববারের (২৩ মার্চ) ওই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। নুয়েভো লিওন রাজ্যের সান্তিয়াগো পার্বত্য অঞ্চলে ১৬ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ট্রাক খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে।

ট্রাম্পের নির্বাসন অভিযানে ছাড় পাচ্ছেন না কেউই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিতাড়ন অভিযানে রেহাই পাচ্ছেন না কেউই। সরকারের দাবি, শুধু অপরাধীদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে বাস্তবে পরিস্থিতি অনেকটাই ভিন্ন। ট্রাম্প প্রশাসনের প্রথম ৫০ দিনে ৩২ হাজার ৮০৯ জন অভিবাসীকে আটক করা হয়। তাদের প্রায় অর্ধেকের অপরাধমূলক রেকর্ড থাকলেও বাকিরা শুধু সন্দেহের ভিত্তিতেই আটক হন বলে দাবি করেছেন মানবাধিকারকর্মীরা।

যুক্তরাষ্ট্রে যেতে যেসব অধিকার সম্পর্কে জানতে হবে

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে কী বলা আছে, কী কী অধিকার রয়েছে অভিবাসীদের, কিছু প্রশ্নের মাধ্যমে তা জেনে নেওয়ার চেষ্টা করা যাক। যুক্তরাষ্ট্রে অভিবাসনের ক্ষেত্রে করণীয় ও নিয়ম-কানুন নিয়ে আমেরিকান সিভিল লির্বাটিস ইউনিয়ন (এসিএলইউ) নামে একটি অলাভজনক সংগঠন যারা যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নাগরিকদের অধিকার সংরক্ষণে কাজ করে থাকে তারা কিছু নির্দেশনা দিয়েছেন।

এসএএইচ/এএসএম