অর্থনীতি

ড্যাপের বৈষম্য নিরসনে রাজউক চেয়ারম্যানকে ভূমি মালিকদের স্মারকলিপি

ড্যাপের বৈষম্য নিরসনে রাজউক চেয়ারম্যানকে ভূমি মালিকদের স্মারকলিপি

রাজউকের ড্যাপ ২০২২-৩৫ বিধিমালার অসংগতি, বৈষম্য আর অনিয়ম নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা সিটি ভূমি মালিক সমিতি। সোমবার (২৪ মার্চ) ঢাকা সিটি ভূমি মালিক সমিতির পক্ষ থেকে স্মারকলিপি দেন সমিতির সমন্বয়ক অধ্যাপক দেওয়ান এম এ সাজ্জাদ। এসময় সমিতির নেতারাসহ রাজউক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

স্মারকলিপিতে ড্যাপের নানা বৈষম্য ও অসংগতি তুলে ধরেন ঢাকা সিটি ভূমি মালিক সমিতি। সেই সঙ্গে ড্যাপের নানারকম বৈষম্য ও অসংগতি নিরসনের অনুরোধ জানানো হয়।

সিটি ভূমি মালিক সমিতির পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, অযৌক্তিক ও বাস্তবতা বিবর্জিত ড্যাপ ২০২২-৩৫ বাতিল করে আগের জনবান্ধব বিধিমালা ২০০৮ এর আলােকে ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ ঘােষণা ও বাস্তবায়ন করতে হবে। ড্যাপে নগরীকে পরিকল্লিত ও অপরিকল্পিত এই দুইভাগে বিভক্তিতে চরম বৈষম্য ও মানবাধিকার লঙ্গন করা হয়েছে। এই ড্যাপ বাতিল করে সার্বজনীন নগরায়ণের ড্যাপ প্রণয়ন করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন- ঢাকা সিটি ভূমি মালিক সমিতির প্রধান সমন্বয়কের নেতৃত্বে উপদেষ্টা এ্যাড. কাজী রেজাউল হোসেন, সমন্বয়ক হুমায়ূন কবির শিমুল, আমিনুর রহমান, তানভীরুল ইসলাম চৌধুরী, সৈয়দা আশরাফুন নাহার, এ কে এম ইউসুফ, রুহুল আমিনসহ শতাধিক ভূমি মালিক উপস্থিত ছিলেন।

Advertisement

ইএআর/এমআইএইচএস/এমএস