আন্তর্জাতিক

ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নিহত ১

ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নিহত ১

ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও অন্তত একজন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় এ হামলা ঘটে। এ ঘটনায় এরই মধ্যে সন্দেভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।

Advertisement

তিন সপ্তাহ আগে এক ছুরি হামলায় এ শহরেই একজন নিহত ও অনেকে আহত হয়েছিলেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, এক ‘সন্ত্রাসী’ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন ও তাকে দ্রুত পরাস্ত করেছে সেখানে থাকা পুলিশ সদস্যরা। অবশ্য হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি, তবে ‘সন্ত্রাসী' আখ্যা দেওয়ায় ধারণা করা হচ্ছে যে তিনি ফিলিস্তিনি হতে পারেন।

হামলা সম্পর্কে যা জানা গেছে

Advertisement

সোমবার ওই বন্দুকধারীএকটি বাস স্টপে গাড়ি নিয়ে মানুষের মধ্যে ঢুকে পড়েন। এরপর তিনি সেখানে অবস্থানরতদের উপর প্রথমে তিনি ছুরি হামলা চালান ও তারপর গুলি চালান।

গুলিতে ৭৫ বছর বয়সি এক ব্যক্তি প্রাণ হারান বলে জানিয়েছে দ্য মেগান ডেভিড এডম এমার্জেন্সি সার্ভিসেস। ২০ বছর বয়সি আহত এক ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়।

জরুরি সেবাদানকর্মীরা জানান, এক তরুণের চিকিৎসা করা হয়েছে। তিনি গাড়ির আঘাত পেয়েছিলেন ও হামলায় তার দেহে ক্ষতের সৃষ্টি হয়েছে।

যুদ্ধবিরতির পর প্রথম হামলা

Advertisement

মাত্র তিন সপ্তাহ আগে হাইফায় বাস স্টপে আরেক হামলায় এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন। সোমবারের হামলা এমন এক সময়ে হলো যখন গাজায় হামাস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি শেষ করেছে ইসরায়েল ও সেখানে বোমা হামলা ও স্থল অভিযান চলছে।

ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীগুলো দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে শুরু হওয়া যুদ্ধের মাঝেই ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলে অগণতি হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ইসরায়েলের হামলায় ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

সূত্র: ডয়চে ভেলে

এসএএইচ