গণমাধ্যম

রাজশাহীর সংবাদপত্রে ঈদের ছুটি ৪ দিন

রাজশাহীর সংবাদপত্রে ঈদের ছুটি ৪ দিন

এবার পবিত্র ঈদুল ফিতরে রাজশাহীর সংবাদপত্রগুলো চারদিন বন্ধ থাকবে। সোমবার (২৪ মার্চ) রাজশাহী এডিটরস ফোরামের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত রাজশাহী থেকে প্রকাশিত সব দৈনিক পত্রিকায় ছুটি থাকবে। অর্থাৎ ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ হবে না। তবে এ সময়ে পত্রিকাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন বিভাগ চালু রাখবে।

দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দৈনিক সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/এএসএম

Advertisement