দিনাজপুরে পুলিশ ফাঁড়ির জানালার গ্রিল ভেঙে আটক এক যুবক পালানোর অভিযোগ উঠেছে।
Advertisement
রোববার (২৩ মার্চ) ভোর ৫টার দিকে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম রয়েল হোসেন (৩৫)। তিনি উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত সাকাদ আলীর ছেলে।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
এর আগে রোববার ভোরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালান। পরে ভোর ৪টার দিকে উপজেলার কাজিপাড়া এলাকার নিজ বাড়ির সামনে নেশাগ্রস্ত অবস্থায় রয়েলকে আটক করা হয়। ভোর সাড়ে ৪টার দিকে তাকে নেওয়া হয় আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে।
এর কিছুক্ষণ পরই সাহরির সময় পুলিশের ব্যস্ততার সুযোগে রয়েল ওই ঘরের পেছন দিকের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান।
জানতে চাইলে আফতাবগঞ্জ পুলিশ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রোববার ভোরে মাদক সেবনের অভিযোগে রয়েলকে আটক করে তদন্ত কেন্দ্রের একটি রুমে রাখা হয়েছিল। এর কিছুক্ষণ পরই জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি।
ওসি বলেন, পলাতক রয়েলকে আটকের জন্য উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। আশা করি দ্রুত তাকে আটক করা হবে।
Advertisement
মো. মাহাবুর রহমান/জেডএইচ/এমএস