খেলাধুলা

পারভেজ ইমনের হার না মানা সেঞ্চুরিতে আবাহনীর সহজ জয়

পারভেজ ইমনের হার না মানা সেঞ্চুরিতে আবাহনীর সহজ জয়

লিগের শুরুতেই রানের দেখা পেয়েছিলেন। প্রথম ৪ ম্যাচে এক সেঞ্চুরি আর দুই হাফসেঞ্চুরি এবং একটি ৪৭ রানের ইনিংসসহ ২৭৮ রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। এরপর তিন ম্যাচে রানখরা (৫, ০ ও ৬)। দেখে মনে হলো, হুট করেই বোধ হয় নিজেকে হারিয়ে ফেলেছেন বাঁহাতি এই ওপেনার।

Advertisement

না। ইমনের ব্যাটে ছন্দপতন হয়নি। আজ (সোমবার) শেরে বাংলায় ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ফের জ্বলে উঠেছে তার ব্যাট। করেছেন ম্যাচ জেতানো সেঞ্চুরি।

হোম অব ক্রিকেটে ১৩৩ বলে ৫ ছক্কা ও ১৩ বাউন্ডারিতে ১২৪ রানের হার না মানা এক ইনিংস খেলেছেন পারভেজ ইমন। তার সঙ্গে আবাহনীর জয়ের মিশনে শরিক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকতও।

লক্ষ্য খুব বড় ছিল না, ২০২ রানের। তবে ওপেনার জিসান আলম (১৮), অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২), মোহাম্মদ মিঠুন (১) ও মুমিনুল হক (২) চরম ব্যর্থতার পরিচয় দিলে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ঘোর বিপাকে পড়েছিল আবাহনী।

Advertisement

পঞ্চম উইকেটে পারভেজ ইমনের সঙ্গী হন ফর্মের চুড়োয় থাকা মোসাদ্দেক হোসেন সৈকত। ৬৪ বলে সমান ৩ টি করে বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়ে ৫৪ রান করেন তিনি। ইমন ও মোসাদ্দেক জুটি ১২৬ রান তুলে দিলে জয়ের খুব কাছে পৌঁছে যায় আবাহনী।

এর আগে পেসার নাহিদ রানা (৪/৪৫) ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের (৪/১৬) সাঁড়াশি বোলিংয়ে ৯ উইকেটে ২০১ রানেই আটকে যায় ধানমন্ডি। রান করেন দুজন মাত্র ব্যাটার-ফজলে রাব্বি (১২৬ বলে ৮৭) ও জিয়াউর রহমান (৬৫ বলে ৫৭)।

অষ্টম রাউন্ডে এসে আজকের এ ৫ উইকেটের জয়টি আবাহনীর অবস্থান আরও সুসংহত করলো। পয়েন্ট টেবিলে এককভাবে সবার ওপরে থাকা আবাহনী লিগে একমাত্র দল হিসেবে পেলো সপ্তম জয়।

তাতে করে আবাহনীর পয়েন্ট দাঁড়ালো ১৪। অন্যদিকে সমান খেলায় পঞ্চমবারের মত হার মানা ধানমন্ডির পয়েন্ট ৬।

Advertisement

সংক্ষিপ্ত স্কোর

ধানমন্ডি ক্লাব: ৫০ ওভারে ২০১/৯ (হাবিবুর রহমান সোহান ৫, সানজামুল ইসলাম নয়ন ৮, ফজলে রাব্বি ৮৭, ইয়াসির আলী রাব্বি ২, কাজী নুরুল হাসান সোহান ১৫, মইন খান ১, মাসুম খান টুটুল ২, জিয়াউর রহমান ৫৭; নাহিদ রানা ৪/৪৫, রাকিবুল হাসান ৪/১৬)। আবাহনী: ৩৯.২ ওভারে ২০৬/৫ (পারভেজ হোসেন ইমন ১২৪*, জিসান আলম ১৮, নাজমুল হোসেন শান্ত ২, মিঠুন আলী ১, মুমিনুল হক ২, মোসাদ্দেক হোসেন সৈকত ৫৪; এনামুল হক আনাম ৪/৪০, হাসান মুরাদ ১/৩৫)। ফল: আবাহনী ৫ উইকেটে জয়ী।

এআরবি/এমএমআর/এএসএম