সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে বেড়েছে সবকটি মূল্যসূচক।
Advertisement
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এরপরও বাজারটিতে মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
এদিন ডিএসইতে ভালো ও মন্দ এই দুই গ্রুপের বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। অন্যদিকে মাঝারি গ্রুপের কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের বেশিরভাগের দাম কমেছে।
ভালো কোম্পানি বা ‘এ’ গ্রুপের ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৭৫টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ‘বি’ গ্রুপের ২৪টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। আর কমেছে ৪৭টি এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে।
Advertisement
পচা বা ‘জেড’ গ্রুপের ৯৫টি কোম্পানির মধ্যে ৪০টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে কমেছে ২৯টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। আর লেনদেন হওয়া ৩৫টি মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২টির এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে সবখাত মিলে ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ১৫১টির। আর ৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫০৪ কোটি ২৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪২১ কোটি ২৮ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৮২ কোটি ৯৮ লাখ টাকা। এর মাধ্যমে পাঁচ কার্যদিবস পর ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেনের দেখা মিললো।
Advertisement
এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ২০ বছর মেয়াদি বিজিটিবি বন্ড। টাকার অঙ্কে এই বন্ডের ৪২ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৫ লাখ টাকার। ৩১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- শাইনপুকুর সিরামিক, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারি, সানলাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্ট এবং কেডিএস অ্যাক্সেসরিজ।
অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮৩ প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৩টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯ কোটি ৯৯ লাখ টাকা।
এমএএস/এমআইএইচএস