জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল। হার্ট অ্যাটাক হয়ে চিকিৎসাধীন রয়েছেন সাভারের কেপিজে হাসপাতালে। তামিমের কঠিন সময়ে দোয়া চেয়ে ফেসুবকে পোস্ট করেছেন মাশরাফি। প্রত্যাশা করেছেন দ্রুত সুস্থ হয়ে ফেরার।
Advertisement
ফেসবুকে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’
আজ সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের আগে হার্ট অ্যাটাক হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিমের।
শাইনপুকুরের অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টসও বেশ ভালোভাবেই করলেন তামিম। শারীরিকভাবে ফিট তামিম এরপর যান ড্রেসিংরুমে। এরপরই মুহূর্তেই যেন সবকিছু বদলে যায়। হঠাৎ অসুস্থ বোধ করেন তামিম। এতে চারপাশের অব্স্থা হয়ে উঠে থমথমে।
Advertisement
অসুস্থ তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার জন্য ডাকা হয় হেলিকপ্টার। কিন্তু যখন হেলিকপ্টারে তোলা হবে, এমন সময় আবার মাটিতে লুটিয়ে পড়লেন বাঁহাতি টাইগার ক্রিকেটার। ফলে হেলিকপ্টারে তোলা বিপজ্জনক মনে হলো। যে কারণে তামিমকে ভর্তি করা হয় স্থানীয় কেপিজে হাসপাতালে। পরে অবস্থা সংকটাপন্ন দেখে নেওয়া হয় লাইফ সাপোর্টে।
এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তামিম। তবে মাঝে জ্ঞান ফিরেছেন তার। পরিবারের সঙ্গে কথাও বলেছেন। তবে ৪৮ ঘণ্টা তামিমকে নিবিঢ় পর্যবেক্ষণে রাখতে হবে। তারপরই তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে মন্তব্য করা যাবে।
এমএইচ/এমএস
Advertisement