সাহিত্য

শাহানাজ শিউলীর কবিতা: অভিমান

শাহানাজ শিউলীর কবিতা: অভিমান

এই আমি হারিয়ে যেতে চাই ভীষণ অভিমানেএকাকিত্বকে সাথী করে অভিমানের সারথি তুমি তোমাকে যখন তীব্র অনুভব করিতখন রাতের একলা ঘরে নিদ্রাহীন জানালায়শিক ধরে কাঁদি।

Advertisement

ইচ্ছে করে ভালোবেসে পুড়ে যায় লোবানের মতো প্রেমের আবেগকে সমাধি করে জ্বলন্ত লাল কয়লার মতো পুড়তে ইচ্ছে করেপ্রেমের দহন জ্বালায় প্রাণ ভরে পান করতে ইচ্ছে করে বিষের অমৃত সুধা নিষ্প্রভ, স্থির, নির্বাক সেই হেমলকের বিষ ঠিক যেন সক্রেটিসের মতো।

এসইউ/জেআইএম

Advertisement