প্রবাস

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

মালয়েশিয়া বিএনপির কাম্পুং জায়া শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার (২৩ মার্চ) কাম্পুংজায়া একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ।

Advertisement

আবু সাইদ বাবুলের সভাপতিত্বে ও কাম্পুংজায়া শাখার যুবনেতা সারওয়ার হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে অতিথি ছিলেন, মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন। বক্তব্য দেন প্রকৌশলী শাহজালাল, আনোয়ার পারভেজ, বাবু সরকার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিএনপি জনগণের রায়কে সবসময় সমর্থন করে আসছে। বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন এবং রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত একটি ভবিষ্যতের প্রত্যাশা কামনা করেন। তাই দেশের মানুষের স্বার্থ রক্ষায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসীদের মালয়েশিয়ায় আইন মেনে চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিগত দেড় যোগ ধরে খুনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছেন। আগামী দিনে ও দেশের জনগণের এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে মালয়েশিয়া বিএনপি।

Advertisement

অনুষ্ঠানে সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ জুলাই এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আহত নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

এমআরএম/জিকেএস