আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন।
Advertisement
রোববার (২৩ মার্চ) এবি পার্টি আয়োজিত চলমান গণইফতারের ২২তম দিনে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আলতাফ হোসাইন বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারাই দেশ শাসন করেছে, প্রতিটি শাসকই বাংলাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা গোটা দেশকে ঢেলে সাজানোর সুযোগ পেয়েছি। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আর কোনো চোর বাটপারের হাতে আমরা দেশকে তুলে দেবো না।’
এবি পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতি নামক ক্যানসার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখিয়ে দিতে হবে। বাংলার মানুষকে সতর্ক থাকতে হবে, যাতে আর কোনো দুর্নীতিবাজ রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে।’
Advertisement
তিনি বলেন, ‘বিগত ১৬ বছর আমরা এক জালিমের শাসনে ছিলাম। কত মানুষকে জালিম হাসিনা গুম-খুন করেছিল, আয়নাঘরে রেখেছিল- তার হিসাব এখনো অজানা। জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি করেও হাসিনা তার পতন ঠেকাতে পারেনি। বাংলাদেশ থেকে পালিয়েও ভারতে বসে সাইকোপ্যাথের ন্যায় আচরণ করছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। এ দেশের মানুষ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে।
গণইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডিসেন্ট ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির বলেন, ‘আমাদের ধনী-গরিবের মধ্যকার যে ফারাক সেটা গ্রহণযোগ্য নয়। এখানে অনেকে খাবার অপচয় করছে, অন্যদিকে কেউ পরিত্যক্ত খাবার কুড়িয়ে খাচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। স্বাধীনতার ৫৩ বছর পরেও এই ধরনের অর্থনৈতিক বৈষম্য মেনে নেওয়া যায় না।’
তিনি বলেন, ‘আমার বাংলাদেশ পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার রাজনীতি করছে। এখানে উপস্থিত অনেক মানুষই ভাসমান হিসেবে পরিচিত। যে স্বপ্ন ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেখানে ভাসমান পরিচয়ে কারও থাকার কথা ছিল না। এবি পার্টি আপনাদের পরিচয় ফিরিয়ে দিতে লড়াই করছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি উদ্যোক্তা আবুল হোসেন মিলন। এবি পার্টির নেতাদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, পল্টন থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক আরিফ সুলতান।
Advertisement
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর,সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক শরন চৌধুরী, আব্দুল হালিম নান্নুসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।
এএএম/এমএএইচ/