একটি শাড়ি আর একটি পাঞ্জাবি। নিয়ম করে প্রতি বছর কেনা হয় বাবা-মায়ের জন্য। কিন্তু উপহার যে সব ঈদে একই হতে হবে, এমন কোনো নিয়ম আছে? ভেবে দেখুন, একটু নিয়মের বাইরে চিন্তা করলেই দারুণ সব উপহারের আইডিয়া মাথায় আসবে। ব্যতিক্রম সেসব উপহার হয়তো একদম ভিন্ন মাত্রার আনন্দ দেবে আপনার বাবা-মাকে। জেনে নিন কী উপহার দিয়ে এ বছর তাদের চমকে দিতে পারেন।
Advertisement
আমাদের বাবা-মায়ের প্রজন্মটি সন্তান পালনের সময় নিজের কথা যেন ভাবতেই ভুলে গিয়েছিলেন। বিশেষ করে অধিকাংশ মায়েরা। নিজের আরাম-আয়েশের পেছনে একটু সময় দেওয়া, মনের মতো করে একটু সাজগোজ করা, এসব তারা অপ্রয়োজনীয় মনে করতে শুরু করেন সন্তানের প্রয়োজনের সামনে। তাই সন্তান হিসেবে সেসব অভিজ্ঞতার কিছু আপনি মা-বাবাকে উপহার দিতেই পারেন এই ঈদে। বাজেট থাকলে কোনো বিলাসবহুল স্পা সেন্টারে তাদের নিয়ে গিয়ে একটি প্রিমিয়াম অভিজ্ঞতা উপহার দিতে পারেন। আর বাজেট কিছু কম হলে সাধ্যের মধ্যে কোনো পার্লারে নিয়ে যেতে পারেন। মূল কথা হলো, তারা যে সুন্দর ও মূল্যবান, এটি তাদের মনে করিয়ে দিন।
২. তারা যা করতে ভালোবাসেন সেসব শখ সম্পর্কিত যন্ত্রপাতি বা আর্ট সাপ্লাইআপনার মা-বাবা যদি রান্না করতে ভালবাসেন, তাহলে তার শখের কোনো কিচেন গেজেট কিনে দিতে পারেন। কেউই যদি রান্নাঘরের কাজ বেশি পছন্দ না করেন, সে ক্ষেত্রে এমন কোনো গেজেট কিনুন, যা তাদের কাজ কমাবে। এ ছাড়া বাগান করার শখ থাকলে গার্ডেনিং কিট, সঙ্গীত ও নৃত্যের অনুরাগী হলে, সে সংক্রান্ত বাদ্যযন্ত্র ইত্যাদি।
৩. বাড়ির জন্য কম প্রয়োজনীয় কিছুপ্রতিটি বাড়ির সদস্যদের মধ্যেই এমন কিছু জিনিসের শখ থাকে যা জরুরি বা দরকারি না বলে কেনা হয়ে ওঠে না। এমন কোনো জিনিস কিনতে পারেন, যা কম প্রয়োজনীয় তবে হাতে পেলে আপনার মা-বাবার মুখে হাসি ফুঁটে উঠবে।
Advertisement
আপনার বাবা-মা যদি গ্যাজেট ব্যবহারে আগ্রহী হয় তাহলে মোবাইল ফোন, কিন্ডেল, গান শোনার স্পিকার, এ ধরনের উপহার দেখতে পারেন।
৫. স্মার্ট হেলথ গেজেটবাবা-মায়ের স্বাস্থ্যের যত্ন নিতে একটি স্মার্ট হেলথ গেজেট দিন, যেমন স্মার্টওয়াচ বা ব্লাড প্রেশার মনিটর। এটি তাকে প্রতিদিনের স্বাস্থ্য পরীক্ষায় সাহায্য করবে।
৬. ঘরসজ্জার কথাও ভেবে দেখুনবাবা-মায়ের ব্যক্তিগত ঘর বা সম্পূর্ণ বাসার শোভা বাড়ানোর মতো কিছু কিনতে পারেন। যেমন নতুন সেট পর্দা, ফুলদানি, ছোট আসবাব, রানিং টেবিল ক্লথ সেট ইত্যাদি।
৭. বইয়ের কালেকশন বা মুভি নাইট কিটবাবা-মা যদি বই পড়তে বা মুভি দেখতে পছন্দ করেন, তাহলে তাদের প্রিয় লেখক বা জনরার ওপর একটি বইয়ের কালেকশন দিন। অথবা একটি মুভি নাইট কিট তৈরি করুন, যেখানে তাদের প্রিয় স্ন্যাকস, পপকর্ন এবং কয়েকটি ক্লাসিক মুভি থাকবে। এটি তাদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেবে।
Advertisement
উপহারের মূল্য তার দামে নয়, উপহারের মধ্যে থাকা ভালোবাসা এবং চিন্তায়। এই ঈদে বাবা-মায়ের জন্য কিছু ভিন্নধর্মী উপহার বেছে নিন, যা তাদের হাসি ফোটাবে এবং আপনার ভালোবাসার কথা মনে করিয়ে দেবে। কারণ, তাদের খুশিই আপনার জীবনের সবচেয়ে বড় আনন্দ।
এএমপি/আরএমডি/জিকেএস