দিনাজপুরের বীরগঞ্জে ভিজিএফের চাল নিতে গিয়ে অসুস্থ হয়ে এছাদ্দিন আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ৫ নম্বর পাল্টাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
Advertisement
এছাদ্দিন আলী ওই ইউনিয়নের ঘোড়াবান্দ সাহাপাড়া গ্রামের মৃত সুরুভায়ার উদ্দিনের ছেলে। দুপুরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি ভিজিএফের চাল নিতে যান এছাদ্দিন আলী। এ সময় তিনি ইউনিয়ন পরিষদ চত্বরে অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে ধরাধরি করে ভ্যান করে হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ইউপি সদস্য নয়ন জানান, দুপুর থেকে ঈদ উপলক্ষে বিশেষ ভিজিএফ কার্ডের চাল দেওয়া হচ্ছিল। সবার মতো বৃদ্ধ এছাদ্দিন আলী চাল সংগ্রহ করতে এসে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা ভ্যানে উঠিয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর আহমেদ জানান, বিষয়টি দুঃখজনক। খবর পেয়ে এছাদ্দিন আলীর বাড়িতে যাই। তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস
Advertisement