যশোরের অভয়নগরে সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কার আলী (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গী অহিদুজ্জামান রাতুল (১৯) আহত হয়েছেন।
Advertisement
শনিবার (২২ মার্চ) দিনগত গভীর রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে সামাদের ভাটার সামনে সিংগাড়ী-শুভরাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের পল্লী মঙ্গল আদর্শ কলেজের প্রথমবর্ষের ছাত্র ছিলেন। আহত অহিদুজ্জামান রাতুল একই গ্রামের জালাল উদ্দিন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে বেপরোয়া গতির মোটরাইকেলটি সামাদের ভাটার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে আঘাত করে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। নিহতের ভগ্নিপতি মেহেদী হাসান বলেন, ঈদের কেনাকাটা করতে আবু বক্কার তার বন্ধু রাতুলেকে সঙ্গে নিয়ে বাঘুটিয়া বাজারে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মশিয়ার রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার ও নিহত যুবকের সুরতহাল সম্পন্ন হয়েছে।
Advertisement
মিলন রহমান/এসআর/জিকেএস