সুন্দরবনের গুলিশাখালীতে লাগা আগুনের চারপাশে ফায়ার লাইন (শুকনা পাতা সরিয়ে ও মাটি কেটে নালা তৈরি) কাটা হয়েছে। ঘটনাস্থলের চারপাশে কোথাও পানি নেই। তাই জোয়ারের অপেক্ষায় রয়েছেন বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
Advertisement
বন বিভাগ সংশ্লিষ্টরা জানান, রাতে জোয়ার এলেই ফায়ার লাইনে দেওয়া হবে পানি। আর বনাঞ্চলে পানি স্প্রে করা হবে। তাতে আর আগুন চারপাশে ছড়াতে পারবে না। আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে। কলমতেজীর তুলনায় গুলিশাখালীর আগুনের তেজ বেশি।
আরও পড়ুন:
এবার সুন্দরবনের অন্য এলাকায় আগুনসুন্দরবনের ৩ একরজুড়ে ছড়ানো আগুন নিয়ন্ত্রণে ‘ফায়ার লাইন’চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, ‘আমরা ফায়ার লাইন কেটে রেখেছি কিন্তু পানির সংকট রয়েছে। জোয়ার না আসা পর্যন্ত রাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।’
Advertisement
তিনি আরও বলেন, শনিবার কলমতেজীতে লাগা আগুন রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। আগুন নিভে গেছে। দুই এক জায়গায় ধোঁয়া দেখা যাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে গুলিশাখালীতে কী পরিমাণ জায়গায় আগুন জ্বলছে, তা জানতে ও জানাতে আরও সময় লাগবে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের গুলিশাখালীতে আগুন লাগার খবর পায় বন বিভাগ।
আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম
Advertisement