সরকারবিরোধী অপতৎপরতা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মানহানিকর ছবি শেয়ারের অভিযোগে জামিউল ইসলাম মুকুল নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
রোববার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার জামিউল ইসলাম মুকুল ওই উপজেলার পারুল ইউনিয়নের কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
এর আগে শনিবার বিকেলে অপারেশন ডেভিল হান্টের আওতায় তাকে উপজেলার দেউতি বাজার থেকে গ্রেফতার করা হয়।
Advertisement
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, জামিউল ইসলাম মুকুল ফেসবুকে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টার আপত্তিকর ছবি ও সরকারবিরোধী পোস্ট শেয়ার দিতেন। যা অস্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক। শনিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে উপজেলার দেউতি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জিতু কবীর/জেডএইচ/জিকেএস