জাতীয়

আন্তর্জাতিক ইনকামিং কলের ৮৬৮ কোটি টাকা পাচার, চার্জশিট অনুমোদন

আন্তর্জাতিক ইনকামিং কলের ৮৬৮ কোটি টাকা পাচার, চার্জশিট অনুমোদন

সেবা রপ্তানির নামে ইনকামিং ও আউটগোয়িং কলের ৮৬৮ কোটি ২৮ লাখ টাকা পাচারে পৃথক দুই মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

রোববার (২৩ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিগগির এই দুই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ এর ৪(২) (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রথম অভিযোগপত্রের আসামিরা হলেন- আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদার।

Advertisement

দ্বিতীয় অভিযোগপত্রের আসামিরা হলেন- আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসেল মির্জা এবং চেয়ারম্যান এম বদিউজ্জামান।

অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার পাচার করা হয়েছে।

আরও পড়ুন জি এম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিযোগপত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে আসামি করা হয়েছে।

আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ওই অর্থ পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলা করে দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। পরে তিনি নিজেই এ মামলার তদন্ত করেন।

Advertisement

এদিকে ভিশন টেল লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে ৪০৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ২৯৩ টাকা মূল্যের ৫ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৪৬৪ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা পাচার করেছেন।

ওই অর্থ পাচারের অভিযোগে এর আগে ২০২১ সালের ১ ডিসেম্বর ভিশন টেল লিমিটেডের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে এ মামলাও করেন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। পরে তিনি নিজেই এ মামলার তদন্ত করেন।

এসএম/ইএ/জিকেএস