সুন্দরবনের পক্ষিরচর এলাকায় আটকে পড়া সাত জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে এমভি মায়ের দোয়া নামক একটি ফিশিং ট্রলার পক্ষিরচর এলাকায় ডুবোচরে আটকে যায়।
Advertisement
উদ্ধার জেলেরা হলেন, রহিম হাওলাদার (৪২), এনাম ফকির (৪৫), শাহ আলম শিকদার (৪০),শহিদুল হাওলাদার (৪০), সালাম হাওলাদার (৪০), মোসা হাওলাদার (১৮) ও আজিজুল হাওলাদার (২০)। কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, কচিখালী থেকে চার সদস্যর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদে উদ্ধার করে। আঘাতপ্রাপ্তদের কোস্টগার্ডের মেডিকেল টিম প্রয়োজনীয় চিকিৎসা দেয়। এরা সকলে বাগেরহাটের শরণখোলার বাসিন্দা।
তিনি আরও জানান, উদ্ধার জেলেদের মালিকপক্ষের সমন্বয়ে অপর একটি ফিশিং বোটে হস্তান্তর করা হয়েছে।
আবু হোসাইন সুমন/আরএইচ/জিকেএস
Advertisement