পবিত্র ঈদুল ফিতর সন্নিকটে। মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রচারণা জমে উঠেছে। যদিও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে এখনো জমা পড়েনি শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। ঢালিউডে গুঞ্জন উঠেছে, সিনেমাটি কি আদৌ মুক্তি পাবে? আবারও এও শোনা গেছে শাকিবের ৪ বছর আগের শুটিং করা একটি সিনেমা মুক্তি সনদের আবেদন করেছে সার্টিফিকেশন বোর্ডে! ঈদেই কি আসবে সেটি?
Advertisement
সিনেমার নাম ‘অন্তরাত্মা’। ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ছবিটি। ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদে ‘অন্তরাত্মা’ মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। ছবিটিতে শাকিব খানের নায়িকা কলকাতার দর্শনা বণিক।
চার বছর পর সিনেমাটি মুক্তি দেওয়ার কারণ সেভাবে উল্লেখ না করলেও সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন গণমাধ্যমকে বলেন, ‘নানা কারণেই ছবিটি আটকে ছিল। সেসব বিষয় আর না বলি। আপাতত ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি। সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি জমা দিয়েছি। সার্টিফিকেট পাওয়ার পরই মুক্তির তারিখ সবাইকে জানাব।’
এদিকে সব গুঞ্জন উড়িয়ে দিলেন ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়। জাগো নিউজকে তিনি নিশ্চিত করলেন, ঈদেই মুক্তি পাবে ‘বরবাদ’। হৃদয় বলেন, ‘আমাদের শুটিং শেষ, সব কাজ শেষ। দুদিনের মধ্যেই সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে ‘বরবাদ’। আশা করছি এই ঈদেই আসবে সিনেমাটি। কে কী বললো সেটা মাথায় নিচ্ছি না।’
Advertisement
যদি পরিচালকের আশা পূরণ হয়, তবে ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’ ছবি দুটির নায়ক হিসেবে এই ঈদে শাকিবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তিনি নিজেই। সিনেমা হল সংকটের এই সময়ে দুটি সিনেমার কোনটি সাফল্য পায় সেটাই এখন দেখার অপেক্ষা।
এমআই/এলআইএ/আরএমডি/জিকেএস