খেলাধুলা

ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবেন এমবাপে-রোনালদো?

ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবেন এমবাপে-রোনালদো?

বিশ্বজুড়ে দুজনেরই বহু ভক্ত। ইলেকট্রনিক ডিভাইসের সামনে বসে কিংবা সশরীরে গ্যালারিতে উপস্থিত হয়ে গেল বৃহস্পতিবার রাতে সবাই দেখতে চেয়েছিলেন কিলিয়ান এমবাপে ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখলেন হাজার হাজার দর্শক। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে একই রাতে হেরে গেলেন এমবাপে ও রোনালদোর দল।

Advertisement

দুজনের হারের মধ্যেও ব্যাপক মিল। প্রথম লেগে গোল করতে পারেননি এমবাপে ও রোনালদোর কেউই। অথচ তারা গোলের জন্যই সবসময় মুখিয়ে থাকেন। এমনকি তাদের দলও খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল। রোনালদোর পর্তুগাল ১-০ গোলে হেরে গেছে ডেনমার্কের কাছে। আর এমবাপের দল ফ্রান্স ২-০ গোলে পরাজিত হয়েছে ক্রোয়েশিয়ার কাছে। আবার দুজনই হেরেছেন প্রতিপক্ষের মাঠে গিয়ে।

আজ রোববার রাত ১টায় ৪৫ মিনিটে ফিরতি লেগ খেলতে নামবেন রোনালদো-এমবাপেরা। সেমিফাইনালে যেতে হলে ঘরের মাঠে ঘুঁরে দাঁড়াতে হবে দুজনকেই। পর্তুগালের পিছিয়ে থাকার ব্যবধানটা একটু কম হলেও লড়াই কঠিন হবে ফ্রান্সের জন্য।

তবে ঘরের মাঠ সেন্ট ডেনিসসের স্টেড দে ফ্রান্স স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার ২-০ ব্যবধানের লিডকে চ্যালেঞ্জ করতে প্রস্তুতির কথা জানিয়েছেন ফ্রান্সের কোচ দেদিয়ের দেশম। ক্রোয়েশিয়ার ভালো খেলার প্রশংসা করলেও নিজের শিষ্যদের প্রতিও অগাধ বিশ্বাস ফরাসি মাস্টাইমাইন্ডের।

Advertisement

প্রথম লেগের ভুলগুলো নির্ণয় করে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে চান দেশম। আগের ম্যাচের চেয়ে আরো সৃজনশীল খেলে ক্রোয়েশিয়াকে টপকে শিরোপার দিকে এগিয়ে যেতে চান তিনি।

দেশম ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘মিডফিল্ড আরও সৃজনশীল হতে পারে নিঃসন্দেহে। আমাদের সবচেয়ে বেশি অভাব ছিল কৌশলগত নির্ভুলতার, বিশেষ করে আমাদের পাসিংয়ে।’

ক্রোয়েশিয়ার প্রশংসা করে তিনি বলেন, ‘ক্রোয়েশিয়ান দল এখনও শীর্ষ পর্যায়ে রয়েছে। তারা গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল এবং শেষ নেশনস লিগে ফাইনাল খেলেছিল। তারা খুব ভালো দল।’

এমবাপেকে নিয়ে দেশম বলেন, ‘কিলিয়ান (এমবাপে) খুব ভালো অবস্থায় আছে, সে ফর্মে আছে। অবশ্য সে (প্রথম লেগে) কার্যকর ছিল না। হতে পারে আপনারা বিভিন্ন কারণে একমত নও, কিন্তু আমি তাকে মাঠে সম্পৃক্ত দেখেছি। সে সবসময় খেলার জন্য প্রস্তুত। প্রচুর চেষ্টা করেছিল, যদিও কার্যকর হতে পারেনি। তবে ক্রোয়েশিয়ান গোলকিপার তার একটি অসাধারণ শট রক্ষা করেছিল। সে একজন অধিনায়ক হিসেবে জড়িত এবং তার দায়িত্ব পালন করছে।’

Advertisement

ফিরতি লেগের পরিকল্পনা নিয়ে ফরাসী মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি বলেন, ‘আমাদের কিছু জিনিসের অভাব ছিল। আমরা বিপজ্জনক এলাকায় অনেক কৌশলগত ভুল করেছি এবং ক্রোয়েশিয়ানরা আমাদের ভুল থেকে সুবিধা নিয়েছে। আমাদের পাসিংয়ে একটু বেশি উদ্ভাবন আনতে হবে আরও বেশি সুযোগ সৃষ্টি করতে হবে। বিশেষ করে প্রতিরক্ষায় আরও শক্তিশালী হতে হবে।’

অন্যদিকে ফিরতি লেগে ডেনমার্কের ১-০ ব্যবধানের লিডকে টপকে যাওয়ার প্রস্তুতি নিয়েছে রোনালদোর দল পর্তুগাল। এস্তাদিও হোস আলভালাদে স্টেডিয়ামে মাঠে নামার আগে ডেনমার্কের রাসমাস হয়লুন্দের সেই উদযাপন নিয়েও কথা বলেছেন।

প্রথম লেগে গোল করে রোনালদোর সামনেই আইকনিক ‘সিউ’ উদযাপন করেছেন রাসমাস। কেউ কেউ মনে করছেন, ‘সিউ’ উদযাপনের মাধ্যমে রোনালদোকে অসম্মান করেছেন তিনি।

কিন্তু বিষয়টিকে নিজের সম্মানের বলেই মনে করেন রোনালদো। কারণ, বিশ্বের অনেক ফুটবলারই এখন পর্তুগিজ তারকার আইকনিক সিউ উদযাপন করে থাকেন।

রোনালদো বলেন, ‘এটা আমার জন্য কোনো সমস্যা নয়। আমি জানতাম, সে আমার প্রতি অসম্মান দেখানোর জন্য এটি করেনি। আমি যথেষ্ট বুদ্ধিমান যে এটা বুঝতে পারি। শুধু সে নয়, সারা বিশ্বে অন্যান্য খেলোয়াড়রাও আমার উদযাপনটি করে। আমার জন্য এটি একটি সম্মানের বিষয়।’

৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা ফিরতি লেগ নিয়ে বলেন, ‘আশা করি, আগামীকাল (আজ) একটি ভিন্ন ম্যাচ হবে। আগের ম্যাচে ডেনমার্ক আমাদের থেকে অনেক ভালো ছিল, কিন্তু সেটি তিন দিন আগের ঘটনা এবং আগামীকাল সম্পূর্ণ আলাদা একটি ম্যাচ হবে। আশা করি, পর্তুগাল প্রস্তুত থাকবে এবং ভক্তদের জন্য এটি দেখার মতো একটি দারুণ ম্যাচ হবে।’

এমএইচ/জেআইএম