জাতীয়

মাজারে হামলার বিচার না হলে দেশব্যাপী অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি

মাজারে হামলার বিচার না হলে দেশব্যাপী অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি

মাজারে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ‘বিশ্ব সূফী সংস্থা’। একই সঙ্গে দেশব্যাপী টানা অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Advertisement

রোববার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই হুঁশিয়ারি দেন তারা। মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ‘বিশ্ব সূফী সংস্থা’ এ প্রতিবাদ সভার আয়োজন করে।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, পাবনা জেলার দোগাছী ইউনিয়নের কায়েমকোলা গ্রামের এক ব্যক্তির নেতৃত্বে গতকাল শনিবার সুফি সাধক দেলোয়ার হোসাইন আল জাহাঙ্গীরের বাসভবন ও খানকা শরিফে হামলা চালানো হয়। এসময় তারা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে সবকিছু ধ্বংস করে দেন।

এসময় ‘বিশ্ব সূফী সংস্থা’ থেকে বেশকিছু দাবি তুলে ধরা হয়। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- মাজারে হামলাকারী অপরাধী চক্রকে দ্রুত গ্রেফতার করতে হবে। সুফিস্থাপনা, মাজার ও দরগাহগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেসব রাজনৈতিক দল উগ্রবাদীদের মদত দিচ্ছে, তাদের জনসমক্ষে চিহ্নিত করা হবে। সুফি ঐতিহ্য রক্ষায় আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ কামনা করেন তারা।

Advertisement

আরও পড়ুনমঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে: ফারুকীসাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে

প্রতিবাদ সভায় নিজেদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বক্তারা বলেন, সরকার ও প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা রাজধানী ও সব জেলায় টানা অবস্থান ধর্মঘট দেবো। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবো। দেশব্যাপী মাজার রক্ষায় গণআন্দোলন গড়ে তুলবো।

এসময় তারা হুঁশিয়ারি করে বলেন, মাজার ভাঙচুরকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো। উগ্রবাদীদের আশ্রয়দাতা ও প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামবো। প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে আমাদের ন্যায্য দাবি আদায় করবো।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শাহসুফি মাওলানা তৌহিদুল ইসলাম চিশতী নিজামী। মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সুরেশ্বর দরবার শরিফের পির শাহ নুরে হাসান দিপু নুরী আল সুরেশ্বরী, সুফি আফতাব জিলানী, সুফি নাসির উদ্দিন চিশতী, শাহ সুফি মোস্তাক আহমাদ প্রমুখ।

আরএএস/কেএসআর/জেআইএম

Advertisement