ভারতীয় থ্রি-পিসের ক্রয়মূল্য দেখাতে না পাড়ায় ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Advertisement
রোববার (২৩ মার্চ)শহরের সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
এসময় শাড়ি বিচিত্রাকে ২০ হাজার টাকা, কমলালয়কে ২০ হাজার টাকা ও ইলোরা নামের এক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইফতেখারুল আলম রিজভী বলেন, কাপড়ের পাইকার ও খুচরা দোকানগুলো বিদেশি কাপড় বিক্রয়ের সময় ক্রয়ের প্রমাণ দেখাতে পারছেন না। প্রমাণ না থাকায় কাপড়ের কত টাকা ক্রয়মূল্য, বৈধপথে এসেছে কিনা, সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েছে কিনা, নকল পণ্য কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এজন্য তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
Advertisement
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস