দেশজুড়ে

নারায়ণগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, একজনকে গণপিটুনি

নারায়ণগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, একজনকে গণপিটুনি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি (৪৫) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ মার্চ) ভোরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত ইসহাক মিঝি চাঁদপুর মতলবের নায়েরগাও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির পাশে শফিকের মালিকানাধীন ইজিবাইক ভাড়ায় চালাতেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার (৪০) নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক সোহরাব হাওলাদার পটুয়াখালী জেলার রাঙ্গাবালি বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে দেখেন ৩-৪ জন লোক দাঁড়িয়ে আছেন ও একজন মাটিতে পড়ে আছেন। তখন লোকজন দেখে দাঁড়িয়ে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় একজনকে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। অন্য দুজনকে ডোবায় লাফিয়ে পড়তে দেখা গেছে।

Advertisement

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতের ভাগনে শরিফ মরদেহ শনাক্ত করেছেন। নিহতের পকেট থেকে শরিফ নগদ আট হাজার ৮০০ টাকা পেয়েছেন। ইজিবাইকটি গ্যারেজ মাহজন শফিক শনাক্ত করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে দিয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/এমএস