দেশজুড়ে

নোয়াখালীতে ১৬ দোকান পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি দাবি

নোয়াখালীতে ১৬ দোকান পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি দাবি

নোয়াখালী সদরের মান্নান নগর বাজারে একটি হোটেলের চুলা থেকে আগুন লেগে ১৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

Advertisement

শনিবার (২২ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে এওজবালিয়া ইউনিয়নের ওই বাজারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দু ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন জানান, রাত পৌনে ১টার দিকে দক্ষিণ বাজারে প্রধান সড়কের পশ্চিম পাশের হোরনের হোটেল থেকে আগুন লেগে তা দ্রুত বাজারের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনে শাহজাহানের কাপড়ের দোকান সততা স্টোর, আজাদের চায়ের দোকান, আলাউদ্দিনের মুরগির দোকান, খলিলের মুদি দোকান, চিটাং হোটেল, আজাদের মুদি দোকান, গণেশের সেলুন, হোরনের হোটেল, সওদাগরের মুদি দোকান, বঙ্গবন্ধু স্মৃতি সংঘ, দুলাল বেপারীর মুদি দোকান, কালামের চায়ের দোকান, কাপড় বিতান, মুদি স্টোর, হাসেমের চায়ের দোকান ও ফারুকের মুরগির দোকান পুড়ে ছাই হয়েছে।

Advertisement

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে মাইজদী এবং সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দু’ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ১৬টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ তদন্ত শেষে বলা যাবে।

এর আগে ২০২৪ সালের ৩০ মার্চ রমজানের মধ্যে মান্নাননগর বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়।

ইকবাল হোসেন মজনু/এমএন/এমএস

Advertisement