জাতীয়

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাফিজুর রহমান (৪২) নামে এক কয়েদি মারা গেছেন।

Advertisement

রোববার (২৩ মার্চ) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. শরীফ বলেন, সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হাফিজুর কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। কয়েদি নম্বর ৫৯৮/এ। তার গ্রামে বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বৈদ্যপুরে। বাবার নাম আলিম উদ্দিন শেখ। তবে কোন মামলায় কারাগারে ছিলেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাজী আল-আমিন/এসএনআর/এমএস

Advertisement