আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি পার্কে বন্দুকধারীদের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাতে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

Advertisement

নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী দুই তরুণ ও ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গুলির ঘটনায় হতাহতের বিষয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে একটি অননুমোদিত গাড়ি প্রদর্শনীর সময় দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়।

আরও পড়ুন>>

Advertisement

যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাতাড়ি গুলি: নিহত ৩, আহত ৮ যুক্তরাষ্ট্রে ব্যস্ত সড়কে এলোপাতাড়ি গুলি, আহত ৭ নিউইয়র্কে বন্দুকহামলায় ৩ জন নিহত

লাস ক্রুসেস পুলিশপ্রধান জেরেমি স্টোরি জানান, পার্কের ইয়াং পার্ক এলাকায় রাত প্রায় ১০টার দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ৫০-৬০টি গুলির খোসা পাওয়া গেছে। গোলাগুলির সময় পার্কে প্রায় ২০০ মানুষ উপস্থিত ছিলেন।

লাস ক্রুসেসের মেয়র এরিক এনরিকেজ বলেন, এটি আমাদের শহরের জন্য এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা। আমাদের সম্প্রদায়ে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের শিকার সাতজনকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোতে পাঠানো হয়েছে। অন্য চারজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

স্থানীয় জরুরি বিভাগের সদস্যরা এফবিআই ও যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করা বৈধ হলেও গোপনে বহনের জন্য অনুমতির প্রয়োজন হয়। তবে শুক্রবারের হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো আইনসম্মতভাবে বহন করা হয়েছিল কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি।

সূত্র: ইউএনবি, বিবিসিকেএএ/