জাতীয়

তরুণ পেশাজীবীদের সম্মানে নাবিকের ইফতার ও সেমিনার

তরুণ পেশাজীবীদের সম্মানে নাবিকের ইফতার ও সেমিনার

জুলাই গণহত্যার বিচার ও ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানাতে সামাজিক আন্দোলন 'নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক)'- এর উদ্যোগে তরুণ পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (২২ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে 'জুলাই গণহত্যার বিচার ও ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য' শিরোনামে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন নাবিকের সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। নাবিকের পক্ষে ধারণাপত্র উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজীর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও বিবিসি বাংলার সাবেক সাংবাদিক আকবর হোসেন, সাবেক অতিরিক্ত সচিব রবিউল ইসলাম, সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আসিফ মিজান, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, লেখক ও গবেষক জাকারিয়া পলাশ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আকতার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন।

সেমিনারে বক্তারা বিদেশে পালিয়ে থাকা ফ্যাসিবাদী নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement

সেমিনারে আলোচকরা বলেন, অতীতে বসনিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে গণহত্যাকারীদের আন্তর্জাতিক আদালতে বিচারের নজির রয়েছে। তারা মনে করেন, বাংলাদেশে আইসিসির মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু করা হলে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি হবে এবং আশ্রয়দাতা রাষ্ট্রগুলোর ওপর কূটনৈতিক প্রভাব বিস্তার সম্ভব হবে।

সবার জন্য উন্মুক্ত ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমেই জাতি এ গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এফএইচ/এমএইচআর/এমএস

Advertisement