জাতীয়

স্ত্রীর সঙ্গে কলহের জেরে ইন্টারনেট ব্যবসায়ীর গলায় ফাঁস

স্ত্রীর সঙ্গে কলহের জেরে ইন্টারনেট ব্যবসায়ীর গলায় ফাঁস

রাজধানীর বংশালে স্ত্রীর সঙ্গে কলহের জেরে ইয়াসিন আরাফাত বাপ্পি (৩৪) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Advertisement

শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বংশালের আগামাসি লেন এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

Advertisement

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা

নিহত আরাফাতের বাবা মো. জাবেদ বলেন, আমার ছেলে ইন্টারনেটের ব্যবসা করতো। তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

এমআরএম/এমএস

Advertisement