বিএনপির কেন্দ্রীয় নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
Advertisement
শনিবার (২২ মার্চ) গুলশানে হাইকমিশনারের বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তানের হাইকমিশনার আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।
Advertisement
এছাড়াও ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ভিসা কাউন্সিলর জামিল আহমেদ, পাকিস্তান হাইকমিশনের ডিফেন্স অ্যাট্যাসি ব্রিগেডিয়ার জেনারেল ইমরান ইউসুফ চৌধুরী, কাউন্সিলর কামরান, ফার্স্ট সেক্রেটারি মো. হারিস, সেকেন্ড সেক্রেটারি বিলাল আহমেদ ও কমার্শিয়াল সেক্রেটারি জিয়ান আজিজ।
কেএইচ/এমকেআর