ক্যাম্পাস

ঢাবির হলে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ম্যুরাল স্থাপনের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ম্যুরাল স্থাপনের দাবি জানিয়ে হলের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ নেতারা। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত সাংবাদিক সমিতিতে তারা এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মো. আরাফাত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি দারুস সালাম শাকিল, কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক গোলাম মোস্তফা, ঢাবি শাখার সহ-সভাপতি কামরুল হক, হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নেয়ামত উল্যাহ প্রমুখ।লিখিত বক্তব্যে আরাফাত বলেন, নানা সমস্যায় জর্জরিত বঙ্গবন্ধু হল। এসব সমস্যা সমাধানে আমরা হলের প্রায় চারশ শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করি। এ সময় হল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, হল ক্যান্টিনে মানসম্মত খাবার পরিবেশন না হওয়া, খাবারের উচ্চমূল্য, রাজনৈতিক পরিচয়ে ক্যান্টিনে ‘ফাও খাওয়া’, স্যানিটেশন ব্যবস্থা ভেঙ্গে পড়া, সিটিজেন চার্টার না থাকা, হলের আসন সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বইয়ের সংকট, হলের শাহবাগের দিকে গেট না থাকাসহ নানা সমস্যা উঠে আসে।এসময় তিনি হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৬টি দাবি উত্থাপন করেন। দাবি সমূহের মধ্যে রয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সুউচ্চ ও দেশের সর্ববৃহৎ ম্যুরাল নির্মান, হলের পরিত্যাক্ত জলাশয়টি হাতির ঝিলের ন্যায় একটি নান্দনিক লেক তৈরি ও সুষ্ঠু বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, হলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্তে শাহবাগের পাশ দিয়ে একটি ছোট গেট নির্মাণ, হল ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি ও মূল্য কমানোর জন্য পদক্ষেপ নেয়া, মাদকসেবীদের দমনে কার্যকর পদক্ষেপ এবং পরিবেশ দূষণ রোধে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা।এমএইচ/এসএইচএস/এমএস

Advertisement