খেলাধুলা

উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুকে ১৭৫ রানের লক্ষ্য দিলো কলকাতা

উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুকে ১৭৫ রানের লক্ষ্য দিলো কলকাতা

আইপিএলের ১৮তম আসরের উদ্বোধন হলো আজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Advertisement

আজিঙ্কা রাহানে আর সুনিল নারিনের ব্যাটে চড়ে প্রথম ম্যাচে ৮ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে কলকাতা। অর্থাৎ জিততে হলে কোহলিদের বেঙ্গালুরুকে করতে হবে ১৭৫। ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা। এক বাউন্ডারি হাঁকিয়েই জশ হ্যাজেলউডের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন কুইন্টন ডি কক (৪)।

তবে এরপর মারমুখী হয়ে উঠেন কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৬০ রান তোলে স্বাগতিকরা। রাহানে হাফসেঞ্চুরি করেন ২৫ বলে।

দ্বিতীয় উইকেটে রাহানে আর নারিন মিলে গড়েন ৫৫ বলে ১০৩ রানের বড় জুটি। নারিন ২৬ বলে ৪৪ (৫ চার আর ৩ ছক্কায়) করে ফিরলে ভাঙে এই জুটি। পরের ওভারেই আউট হয়ে যান রাহানেও। ৩১ বলে ৫৬ রানের ইনিংসে কলকাতা অধিনায়ক হাঁকান ৬ বাউন্ডারি আর ৪ ছক্কা।

Advertisement

২ রানে ২ উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দায়িত্ব নিতে পারেননি ভেঙ্কটেশ আয়ার। ৭ বলে ৬ রান করেই ক্রুনাল পান্ডিয়ার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। পান্ডিয়া বোল্ড করেন রিঙ্কু সিংকেও (১০ বলে ১২)।

মারকুটে আন্দ্রে রাসেল হন ব্যাট হাতে ব্যর্থ। ৩ বলে ৪ করে সুয়েশ শর্মার বলে বোল্ড ক্যারিবীয় অলরাউন্ডার। শেষদিকে ২২ বলে ৩০ রানের ইনিংস খেলেন আঙ্গকৃষ রঘুবানসি।

বেঙ্গালুরুর ক্রুনাল পান্ডিয়া ২৯ রানে শিকার করেন তিনটি উইকেট।

এমএমআর

Advertisement