সাতক্ষীরায় তিন মাসে আট হত্যাসহ ৪৫ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরমধ্যে সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও অন্যান্য দুর্ঘটনাজনিত মৃত্যু রয়েছে।
Advertisement
পাশাপাশি ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, মানবপাচার, চুরি, ডাকাতি, ছিনতাই এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটছে।
শনিবার (২২ মার্চ) শহরের ম্যানগ্রোভ সভাঘরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় বেসরকারি সংস্থা উত্তরণের ডিএইচআরএনএস প্রকল্পের আওতায় এক অ্যাডভোকেসি সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাসে ১৮ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন হত্যার শিকার, ৯ জন সড়ক দুর্ঘটনায়, দুজন পানিতে ডুবে, একজন ছাদ থেকে পড়ে, একজন গাছ থেকে পড়ে এবং একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ মাসে পুলিশ একটি মরদেহও উদ্ধার করে।
Advertisement
ফেব্রুয়ারিতে ১৩ জনের অস্বাভাবিক মৃত্যু ঘটে। এরমধ্যে দুজন হত্যা, তিনজন সড়ক দুর্ঘটনা, তিনজন আত্মহত্যা, দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, একজন পানিতে ডুবে, একজন বিষাক্ত মদ পানে এবং একজন শিক্ষার্থী অস্বাভাবিকভাবে মারা যায়।
মার্চের ২২ তারিখ পর্যন্ত জেলায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুজন হত্যা, তিনজন সড়ক দুর্ঘটনা, দুজন পিলার ও দেওয়াল চাপায়, দুজন পানিতে ডুবে এবং একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এছাড়া পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে এবং বখাটেদের খপ্পরে পড়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করে।
সভায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ নাছির উদ্দীন ফরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু সুলতান, শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মানবাধিকার কর্মী মাধব দত্ত, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজ্জাম্মেল হক, দুদকের আইনজীবী মোস্তফা আসাদুজ্জামান দিলু প্রমুখ।
Advertisement
সভা পরিচালনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মুনির উদ্দীন।
আহসানুর রহমান রাজীব/জেডএইচ/জেআইএম