জাতীয়

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

রাজধানীর শাহবাগ থানার সরকারি কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বলেন, আমরা খবর পেয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি কর্মচারী হাসপাতালের সামনে দ্রুতগতির একটি মোটরবাইকের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে সরকারি কর্মচারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

Advertisement

তিনি বলেন, নিহত ব্যক্তির নামপরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে।

কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম