সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে সামনের সারিতে বসা ও বক্তৃতা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
Advertisement
শনিবার (২২ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইফতার বয়কট করে বেরিয়ে যান সাংবাদিকরা। একইসঙ্গে এনসিপির একাংশের নেতাকর্মীরাও ইফতার বয়কট করে রাস্তায় বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগ মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসমিন জারা। এময় মঞ্চের সামনের সারিতে বসা ও বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদেে মধ্যে হট্টগোল বাধে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় ঘটনার ভিডিওচিত্র ধারণকালে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন নেতাকর্মীরা। এতে সাংবাদিকরা প্রতিবাদ জানালে উল্টো তেড়ে আসেন কয়েকজন। পরে সাংবাদিকরা ইফতার বয়কট করে চলে যান। একইসঙ্গে এনসিপির একটি পক্ষও ইফতার না করে বেরিয়ে বাইরে গিয়ে বিক্ষোভ করে।
Advertisement
এনসিপির সিলেট মহানগরের প্রতিনিধি দিলওয়ার হোসেন বলেন, এনসিপির দুটি পক্ষ ও কিছু ছাত্রের মধ্যে ঝামেলা হয়েছিল। সেটা সমাধান করা হয়েছে। বড় কোনো সমস্যা হয়নি।
সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা ছেলে সাংবাদিকদের কাজে বাধা দিয়েছিল। সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপ করে বিষয়টি সমাধান করা হয়েছে। সাংবাদিকরা আমাদের ভাই। তাদের সঙ্গে কোনো সমস্যা হওয়ার কথা না।’
আহমেদ জামিল/এসআর/জেআইএম
Advertisement