দেশজুড়ে

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার দশমাইল ও ডিঙ্গেদহ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।

Advertisement

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো, মেসার্স ভাই ভাই স্টোরের মালিক মো. আব্দুল জব্বারকে ২ হাজার টাকা, মেসার্স বিল্লাল স্টোরের মালিক মো. বিল্লাল হোসেনকে ২ হাজার টাকা ও মেসার্স জামাল স্টোরের মালিক মো. জামাল উদ্দিনকে ৩ হাজার টাকা

অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহায়তা করেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সদস্য মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।

হুসাইন মালিক/আরএইচ/জেআইএম

Advertisement