রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করে ত্রাস সৃষ্টি ও পুলিশের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৭ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
শনিবার (২২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. আরাফ ইব্রাহীম, মো. জুবায়ের, নিশান, সাকিব হাসান, জাবেদ, আবরার ও মাহফুজুল হাসান।
এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিটিটিসি পুলিশের উপ-পরিদর্শক মো. শাহীনুর রহমান ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর বিপরীতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার (২১ মার্চ) রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল শেষে তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদের সামনের রাস্তায় গ্রেফতার আসামিরাসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১৪০/১৫০ জন মিলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল বের করে। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিরপুর সড়ক হয়ে মিছিল নিয়ে ধানমন্ডি ক্লাব মাঠের দিকে অগ্রসর হয়। মিছিলের সময় হিযবুত তাহরীরের সদস্যরা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সরকারবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এরপর মিছিলকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করলে তারা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করে।
Advertisement
এমআইএন/এএমএ/জেআইএম