গণমাধ্যম সংস্কার কমিশন ১২০ দিনের মধ্যে তাদের কাজ সম্পন্ন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এসময়ে ১৪০০ জনের সঙ্গে মতবিনিময় করেছে কমিশন। গণমাধ্যমের (সংবাদপত্র টেলিভিশন ও অনলাইন মিডিয়া) সমস্যা নিরূপণ ও বিদ্যমান সংকট নিরসনে কি করা প্রয়োজন সে সম্পর্কে ২০টি সুপারিশ করেছে কমিশন।
Advertisement
শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
আরও পড়ুন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো গণমাধ্যম সংস্কার কমিশন গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার সাংবাদিকদের ন্যূনতম বেতন বিসিএস নবম গ্রেডের মতো দেওয়ার সুপারিশকামাল আহমেদ বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন গত বছরের ১৮ নভেম্বর গঠিত হয়েছিল। প্রথমে ৯০ দিন সময় দেওয়া হয়েছিল পরে আরও ৩০ দিন সময় দেওয়া হয়েছিল। ১২০ দিনের মধ্যে কাজ শেষ করেছে কমিশন। এসময়ে সারাদেশের অংশীজনের (মালিক, প্রকাশক ও সম্পাদক, সাংবাদিকদের সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন) আলাপ-আলোচনা ও মতবিনিময় সভা করেছে। ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে নয়টি জেলার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হয়। মোট এক হাজার ৪০০ জনের সঙ্গে মতবিনিময় করা হয়।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা সংকটের মধ্যে রয়েছে। বর্তমান যে বাস্তব অবস্থা তা একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিনের ক্রমাবনতির ফলে তৈরি হয়েছে।
Advertisement
এমইউ/এমএএইচ/এএসএম