রাজনীতি

জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদে সংশ্লিষ্টতা থাকলেই সাংগঠনিক ব্যবস্থা

জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদে সংশ্লিষ্টতা থাকলেই সাংগঠনিক ব্যবস্থা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ ‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন করে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে।

Advertisement

শনিবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে রিজভী জানান, তথাকথিত এই সংগঠনটি রোববার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ইফতার মাহফিল আয়োজনেরও ঘোষণা দিয়েছে। তিনি সংগঠনটিকে অবৈধ আখ্যায়িত করে এর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

যাদের সঙ্গে এই সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন রিজভী।

Advertisement

কেএইচ/এএমএ/জেআইএম