তথ্যপ্রযুক্তি

এক গ্যাজেটেই পাবেন একাধিক ফিচার

এক গ্যাজেটেই পাবেন একাধিক ফিচার

ধরা যাক, আপনার কাছে একটি পাওয়ার ব্যাংক আছে; যা দিয়ে শুধু মোবাইল ফোনে চার্জ দেওয়া নয় বরং সেটিকে মোবাইল স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যায়। আবার সেই পাওয়ার ব্যাংকের জন্য আলাদা ক্যাবলের দরকার নেই। এর সঙ্গেই খুব সুন্দর ভাবে ক্যাবল সেটআপ করে দেওয়া আছে। সেইসঙ্গে ওয়্যারলেস চার্জিং ফিচারও আছে সেই পাওয়ার ব্যাংকে। আবার একই চার্জার দিয়ে মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, পাওয়ার ব্যাংক চার্জ করতে পারছেন।

Advertisement

অর্থাৎ একটি গ্যাজেট থেকেই পাওয়া যাচ্ছে কার্যকরী একাধিক ফিচার। এমন ব্যতিক্রম এবং প্রয়োজনীয় ফিচার সমৃদ্ধ অসংখ্য গ্যাজেট নিয়ে বিশ্ব বাজারে ছড়িয়ে পড়েছে চীনের ব্র্যান্ড রেসি। ২০১১ সালে প্রতিষ্ঠিত রেসি মূলত শেনজেন ম্যাক্সকো টেকনোলজির একটি প্রতিষ্ঠান। যার পণ্য আছে মোট ১ হাজার ২০০টির ওপরে। ম্যাক্সকো গ্রুপের এ ধরনের পণ্য আছে প্রায় ১০ হাজারের ওপরে।

আরও পড়ুনএক চার্জে ১৬ দিন চালাতে পারবেন এই স্মার্টওয়াচ১০ মিনিটের চার্জে ৬ ঘণ্টা চলবে ইয়ারবাড

বিশ্বব্যাপী ৫০টির বেশি দেশে রেসির পণ্যগুলো পাওয়া যাচ্ছে। মূলত এশিয়া-প্যাসিফিক, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সমাদৃত। বাংলাদেশের বাজারেও প্রবেশ করেছে রেসির পণ্য। এর মধ্যে আছে- স্পিকার, হেডফোন, এয়ারফোন, চার্জার, ডাটা ক্যাবল, ব্যাগ, পাওয়ার ব্যাংক ইত্যাদি। রেসির পাশাপাশি আরও জনপ্রিয় কিছু ব্র্যান্ড দেশের বাজারে পরিচিত।

মোবাইল ফোন যেমন আমাদের প্রতিদিনের জীবনকে সহজ করেছে; তেমনই মোবাইল গ্যাজেটসহ লাইফস্টাইল গ্যাজেট আমাদের দিয়েছে নতুন অভিজ্ঞতা। তবে আপনার মোবাইল ফোনের কার্যকারিতা স্মুথ রাখতে ব্যবহার করা মোবাইল এক্সেসরিজটির গুণগত মান ভালো হওয়া জরুরি।

Advertisement

এসইউ/জেআইএম