কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে ও ট্রাক আড়াআড়ি করে বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাঙ্গা বটতলা এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ ঘটনা ঘটে।
Advertisement
ডাকাতদল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এস বি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক আমজাদ হোসেন আহত হন। তিনি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বাসচালক আমজাদ হোসেন জানান, শুক্রবার যাত্রীদের নিয়ে রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ৩টার দিকে তিনি কুষ্টিয়ায় পৌঁছান। এরপর সেহরি খেয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হন। এসময় পাঁচজন যাত্রীসহ মোট ৯ জন বাসে ছিলেন। তাদের মধ্যে চার জন বাসের স্টাফ। রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ভাঙ্গা বটতলা এলাকায় সড়কের ওপর ট্রাক ও গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে নগদ টাকা নিয়ে যায়। বাসের প্রায় ২৫ হাজার টাকাসহ যাত্রীদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নিয়ে গেছে ডাকাত দল।
তিনি আরও বলেন, রাস্তায় ব্যারিকেড দেখে আমি বাস ব্যাক করার চেষ্টা করলে, ডাকাতরা চারপাশ থেকে বাস ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে বাসে কোপাতে থাকে। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট করে। এসময় প্রতিবাদ করায় আমাদের মারপিট করে। আমার হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। ডাকাতরা সবাই মুখোশধারী ছিল।
Advertisement
কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, রাস্তায় ট্রাক ও গাছ আড়াআড়ি করে রেখে বাস থামিয়ে ডাকাতি করা হয়েছে। বাসের চালককে মারপিট করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হোক।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
আল-মামুন সাগর/জেডএইচ/এএসএম
Advertisement